নির্জন গভীর রাতের নীড়ে শিশিরের শব্দে কান পেতেছি বারবার
এক মগ ধোঁয়া ওঠা কফির ঘ্রাণে
মিশে গেছি বহুবার,
সদ্য লেখা কবিতার মত রাত্রি আজি মেলেছে দুর্বোধ্য ডানা
নক্ষত্র’রা ঝরছে টুপটাপ শব্দ ছাড়া,
কবিতায় ফোটাতে পারে প্রেমের ঘ্রাণ ঢেলে গোলাপ ফুল:
স্বপ্ন কুসুম —
ভোরের ঠোঁট গলে
টিনের চালে
টুপটাপ শিশির ঝরে পড়ার শব্দ ভাসে বাতাসে ;
দূর্বা ঘাসে শিশির শব্দ মিছিল তোলপাড় করছে
কি বিস্ময়কর দৃশ্য!
গোলাপ প্রেমে বাঁধা পড়ে গেল স্বপ্নময় রঙিন পৃথিবী।
3 thoughts on “গোলাপ প্রেমে বাঁধা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব সুন্দর উপস্থাপন
গোলাপ প্রেমে বাঁধা পড়ে যায় স্বপ্নময় রঙিন পৃথিবী। ___ এক্সিলেন্ট উপমা।
বেশ ভাবনাময় কবি আপু