রঙবিরল রাস্তার মোড় ছিল বেশ-
সেইদিন জেদ ধরেছিলাম ফুলের গন্ধ নিবো বলে
তা আর হয়ে উঠল না-
এতোটাই ধূলিবালি ছিল বুঝাছিল না ।
সত্যই বড়ই গাছ হেঁটেই আসল!
তারপর ঢিল ছুড়লাম বড়ই পরল না।
প্রশ্নমালা কিছু বর্ণ রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া
ছড়িয়ে দিলো অথচ প্রণয় হলো না।
অবশেষে আকাশ মেঘলা বাদল
ডুবে গেলো খালবিল- এমন কি নদে ভরা জল
অতঃপর বিবর্ণ তারার পাশে জ্বলছে কিছু জেদ-
তা আর দেখা হলো না।
১৭ মাঘ ১৪২৬, ৩১ জানুয়ারি ২১
———————————–
অত্যন্ত সুন্দর ও পরিপাটি লেখাটি ।
অশেষ ধন্যবাদ জানাই মহী দা
সব ভুলে আরও ভালো থাকুন এই প্রত্যাশা রাখি প্রিয় বাউল কবি।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
সুন্দর লেখা
শুভকামনা রইল
অশেষ ধন্যবাদ জানাই কবি অপূর্ব দা
অবাক করা লেখনশৈলী। পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো দাদা।
অশেষ ধন্যবাদ জানাই কবি নিতাই দা