বিজয় এসেছে অন্যরকম স্বাদে

Bijoy-Dib

বিজয় এসেছে..
বিজয় এসেছে আবার বছর ঘুরে
বিজয় এসেছে স্বাধীনতার লাল সবুজ পতাকা নিয়ে
বিজয় এসেছে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে,
বিজয় এসেছে
কোথায় বিজয়
বিজয় কোথায়?
বিজয় তুমি দেখতে কেমন ?
বিজয় মানে কি লক্ষ্য লক্ষ্য নারী পুরুষের লাশের স্তুপ?
বিজয় মানে কি এক সাগর রক্তের বন্যা –?
এই এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি ফিরে পেয়েছে স্বাধীনতা
বিজয়ের অপার নাম কি বাংলার স্বাধীন মানচিত্র
বাঙালির লাশ হয়ে মাটিতে ঝরে পড়ার নামই কি বিজয়
বিজয় মানে কি বাঙালির চেতনায় গেঁথে থাকার নাম মুক্তিযোদ্ধা
হে বিজয় , তুমি অন্য রকম কষ্ট নিয়ে এসেছ চির চেনা বাঙালির ঘরে ঘরে
হে বাংলাদেশ ..! এবার ঘুম ভেঙ্গে জেগে ওঠো
দেখো বিজয় এসেছে
উচ্ছ্বাসিত আনন্দের বন্যায় ভেসে,
স্বাগতম হে বাংলার দামাল সন্তানেরা ! তোমরা রক্তক্ষয়ী মরণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার স্বাধীনতার লাল সূর্য ফিরিয়ে এনেছ…
বিজয় এসেছে, তোমরা ছিনিয়ে এনেছ প্রতিশোধের অনলে জ্বলে পুড়ে সবুজ বাংলার স্বাধিকার !

5 thoughts on “বিজয় এসেছে অন্যরকম স্বাদে

  1. বিজয় এসেছে, তোমরা ছিনিয়ে এনেছ প্রতিশোধের অনলে জ্বলে পুড়ে সবুজ বাংলার স্বাধিকার ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।