কোথাও কিছু নেই শুধুই শূন্যতা

QETT

ভালবাসার আঁচল বিছিয়ে ছিলাম তোমার জন্য
নীল আকাশে
শিশির ধোঁয়া জলে আমি ভিজেছিলাম ইচ্ছে মতো
শ্রাবণ মেঘের বৃষ্টি দিনে,
শত দুঃখের মাঝেও রংধনু মেঘ রং ছিল আকাশে
প্রতীক্ষার ঢেউ আমায় কাঁপিয়ে ছিল দারুণ আবেগে ;
এখন কষ্ট আঁচলে শিশির শব্দ ভাঙি এই হাতে।

এককুড়ি বছর আগে নক্ষত্র ছিলে আমার নীল আকাশে
আজ সেই নক্ষত্র বিবর্ণ বেদনার মালা হল আমার কণ্ঠে,
সময়ের আড়ালে নিজেকে লুকোলে
আমি এখন উত্তাল সমুদ্রের স্রোতে ভাসতে শিখেছি
এখন কষ্ট আমায় স্পর্শ করে না আগের মতো!
যদি বিষাদের ছায়ায় ঢেকে দিতে ভাললাগে
দিও আঁচল ভরে নেব
ওতে কেবল কষ্ট বাড়ে সঙ্গে সীমাহীন শূন্যতা;
অচেনা ধ্রুপদী এক আকাশ আছে আমার চোখে বন্দি
কঠিন বাস্তবতার নীল স্রোতে আমায় ভাসায় নিরবধি
ফেলে আসা এককুড়ি বছর আমায় কষ্ট দেয়।

আমারও অনুভূতি বলে কিছু ছিল
কেউ বোঝে না সে কথা,
কখনো খোঁজনি তুমি:
সেই তুমি কি শুধুই নীল আকাশ?
আমার হিসেবের অঙ্ক আর মেলেনি ;
একদিন অন‍্য সবার মতো
আমিও তোমার প্রেমে পড়েছিলাম,
আমিও তোমায় ভালবেসেছিলাম
আজ আর কোথাও কিছু নেই
শুধু গহীনের দক্ষিণ অরণ্যে সীমাহীন শূন্যতা ছাড়া!

3 thoughts on “কোথাও কিছু নেই শুধুই শূন্যতা

  1. কোথাও কিছু নেই শুধুই শূন্যতা

    আজ আর কোথাও কিছু নেই
    শুধু গহীনের দক্ষিণ অরণ্যে সীমাহীন শূন্যতা ছাড়া! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।