মৃত্যুবোল

মৃত্যুর বোল ফুটেছে বাতাসে, বাতাসে।
এ-যেন মৃত্যুর কাল! অকালে ঝরার মৌসুম।
আমি গন্ধ পাচ্ছি, –তুমিও কী পাও?
ওহে বৈরী বাও, নির্মলে নাও
উড়ায়ে; যেখানে
রুহ-এর সাথে ‘যম’ করেনা লুকোচুরি।
মৃত্যুভয়ে মরেনি কেউ আগে।
অসময়ে ফোটেনা শাদাশাদা শবফুল
আকাশ হয়না ভারি বিষাদে ! গগণবিদারী মাতমে!
মৃত্যু যেন আসে পরিণত বেলায়
এক জীবনের দুঃখ ঘুচে দিয়ে যায়!

3 thoughts on “মৃত্যুবোল

  1. মৃত্যু যেন আসে পরিণত বেলায়
    এক জীবনের দুঃখ ঘুচে দিয়ে যায়! ___ চিরন্তনী অনুভব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।