তোমাকে দেখবো বলে কত কত প্রতীক্ষা
তুমি নতুন পৃথিবীর প্রথম কবিতা
হয়তো লিখেছেন অন্য কোন কবি,
বাইরে ঝুম বৃষ্টি
কষ্ট আর আমি
নিবিড় সকাল বুকে ভোর হয়ে জেগে উঠেছি:
গভীর রাতে কখন যে এ পথে হেঁটে গেছ তুমি
আমি কেবলই চোখ রাখি
সবুজ শ্যামল প্রকৃতির দারুচিনি দ্বীপ এ;
একটাই রাস্তা তোমার আমার যাওয়া- আসার
অথচ তুমি ভুল করে চলে গেলে অন্য পথে
পৃথিবীর প্রথম আকাশ এখানে এসে থেমেছে
এখানে প্রকৃতি ও কত কাছের
কত যোজন যোজন মাইল দূরত্ব আমাদের মাঝে!
তুমি নেই
কোন কিছুই আর ভাললাগে না
তোমার জন্য আমার দীর্ঘশ্বাস
হারানো রোদের কাছে ফিরে গেছে;
হারানো মেঘ বিরহের গল্প হয়ে এই বুকে বৃষ্টি হয়েই ঝরছে!
তুমি তো আর বুঝবে না
দেখবে না কখনো
কতটা রক্তক্ষরণ এই বুকে;
কতটা দহনে কষ্ট বৃষ্টি হয়ে ঝরছে
সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে আজো বলছি
তোমাকে দেখার এক অদম্য ইচ্ছে লেগে আছে এখনো এই চোখের কোণায়
তুমি জানলে না হায়!
আমার গল্পের সেই তুমিটা আজ শুভ্র ভোরের বেদনার নীল আকাশের মত হয়ে গেছে।
সেই তুমিটা আজ শুভ্র ভোরের বেদনার নীল আকাশের মত হয়ে গেছে।
____ প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি হাসনাহেনা রানু।
চমৎকার কবি আপু
মনোরম লেখনী। মঙ্গল হোক আপনার ।