কেউ একজন কাঁদছে
খুব গভীরে – বুকের ভেতর
মনের বেদন – কারে বুঝাই
ক্যামনে বলি – যাইও না দূরে বন্ধু আর
আছে অধিকার – ভালোবাসার
মনের ভেতর বসত যার।
3 thoughts on “মনের ভেতর বসত যার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কেউ একজন কাঁদছে
খুব গভীরে – বুকের ভেতর
মনের বেদন – কারে বুঝাই
ক্যামনে বলি – যাইও না দূরে বন্ধু আর
আছে অধিকার – ভালোবাসার
মনের ভেতর বসত যার।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা প্রিয় কবি মোকসেদুল ইসলাম। ভালো থাকুন।
মহনীয় লেখনী।
বাহ চমৎকার কবিদা