স্বপ্নচারিণী

ঘুমঘোরে এলে ওগো স্বপ্নচারিনী
মনে পরে তোমায় ভুলতে পারিনি
খুঁজেছি তোমায় মেঘের ফাঁকে
দেখেছি সন্ধ্যা তাঁরায় লুকিয়ে।

বসন্ত বাতাসে মাধবী মালতী
যেমন করে সৌরভ ছড়ায়
নিবিড় বনের শ্যামল ছায়ায়
পেয়েছি তোমায় শ্রাবণ ধারায়।

অধরের কোনে লাজুক আভা
কপোলের টোল যে মনোলোভা
চৈত্রের ক্ষড় নিঃশ্বাসে পোড়ালে
হরিণীর মতো চেরা চোখ তুলে।

পেয়েছি তোমায় পাশাপাশি বসে
খড় কুটা দিয়ে গড়া পাখির নীড়ে
নীল ময়ূরীর বেদনার গন্ধ মুছে
ঝাউ বনে কুয়াশার অন্ধকারে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

5 thoughts on “স্বপ্নচারিণী

  1. শব্দনীড়ে প্রথম কবিতায় আপনাকে অভিনন্দন। নিয়মিত লিখুন কবি হুমায়ূন কবির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হৃদয় নিংড়ানো  শ্রদ্ধা জ্ঞাপন করছি, অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।        

      1. খুশি হলাম। ধন্যবাদ এম. হুমায়ুন কবির। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।