মনোবাঞ্ছা

বসন্তদূত গান গায় কদম্ব ডালে
দ্বিভুজে জড়িয়ে বাঁধা প্রেমডোরে
দু’নয়নে এঁকে যায় স্বপ্নের পারাবার
ইন্দুপ্রভা ছুঁয়ে যায় নিলয়ের এপার ওপার।
আমি কতটা বোকা?
চারিদিকে স্বার্থপর বুদ্ধিমানদের ভীড়
স্বপ্ন কুড়িয়ে এনেছিলাম
গাঁথব বলে ভালোবাসার নীড়।
ফণাধর লুকিয়ে থাকে পুষ্প বনে
হিতৈষী নক্ষত্রগুলো ছেড়ে যায় একে একে
মেঘের কান্নার মত ঝরে পরাতেই সুখ
ব্যথা ভরা চোখে শুধু ভেসে উঠে সেই মুখ।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “মনোবাঞ্ছা

  1. হিতৈষী নক্ষত্রগুলো ছেড়ে যায় একে একে মেঘের কান্নায়। __ চমৎকার উপমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়মুরুব্বি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।