বসন্তদূত গান গায় কদম্ব ডালে
দ্বিভুজে জড়িয়ে বাঁধা প্রেমডোরে
দু’নয়নে এঁকে যায় স্বপ্নের পারাবার
ইন্দুপ্রভা ছুঁয়ে যায় নিলয়ের এপার ওপার।
আমি কতটা বোকা?
চারিদিকে স্বার্থপর বুদ্ধিমানদের ভীড়
স্বপ্ন কুড়িয়ে এনেছিলাম
গাঁথব বলে ভালোবাসার নীড়।
ফণাধর লুকিয়ে থাকে পুষ্প বনে
হিতৈষী নক্ষত্রগুলো ছেড়ে যায় একে একে
মেঘের কান্নার মত ঝরে পরাতেই সুখ
ব্যথা ভরা চোখে শুধু ভেসে উঠে সেই মুখ।
4 thoughts on “মনোবাঞ্ছা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হিতৈষী নক্ষত্রগুলো ছেড়ে যায় একে একে মেঘের কান্নায়। __ চমৎকার উপমা।
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়মুরুব্বি।
ভালো লেগেছে।
ধন্যবাদ নিরন্তর