ক’দিন ধরেই ভাবছি…
কেনো আর কবিতা, কেনো শব্দের ট্যারাচোখ?
যেখানে দাঁড়কাক চেটেপুটে খাচ্ছে মোহনভোগ!
তবুও তথাকথিত কিছু ইতর-ভদ্র আঁকছে
একের পর এক সম্পাদ্য, ওদের কাছে ভব্য, অভব্য
বলে কিছু নেই; নগদান বহিই আসল প্রতিপাদ্য!
তবুও ওরা শক্তি আর সাহসে পরাক্রমশালী
তা সত্ত্বেও ওরা আসলে নিতান্তই নিয়ত কাঁঁচবালি,
আজকে যে বিশাল মহীরুহ, বিত্তশালী তালগাছ
আগামীকাল…
সেও হতে পারে কারো শালা আর কারো শালি!!
কবিতার বক্তব্যের সহমতে বলবো … ঠিক তাই। শুভেচ্ছা নেবেন কবি।
আন্তরিক ধন্যবাদ
সব শালা সব শালী সব চোর । চিটার এমনই।
আন্তরিক ধন্যবাদ
ওঁরা ইরত- বদমাশরা পারলে পুরো দেশটাই চেটেপুটে খেয়ে ফেলতো। কিন্তু বিদাতা সহায় বলে তা আর পেরে উঠে না। অবশেষে ধরাই খেতে হয়।
সুন্দর লেখনীর জন্য কবিকে শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ দাদাভাই
চমৎকার উপমা।
বিশেষ করে সম্পাদ্য, প্রতিপাদ্য শব্দ দুটির কবিতায় কমই দেখা যায়। এখানে বেশ চমৎকারভাবে ব্যবহৃত হয়েছে।
কবিতার মুল বক্তব্যও আমার সহজবোধ্যই মনে হয়েছে।
শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ