ছুঁতে পারিনি

আকাশের গায়ে কত নীলের মেলা
পাল তুলে উড়ে চলে মেঘের ভেলা
ছোঁয়া হয়নি নীল,ছোঁয়া হয়নি মেঘ
ছুঁয়েছি শ্রাবণ ছুঁয়েছি বৃষ্টি
বর্ষার হৃদয় ছুঁয়ে করেছি বৃষ্টিস্নান
করিনি সাকির হাতে শরাব পান।
হৃদয়ে হৃদয়ে প্রনয় মাখামাখি
ক্লান্ত প্রতীক্ষায় তৃষিত আঁখি
নয়নে নয়ন ছুঁয়ে যায় হৃদয়ে হৃদয়
ছুঁয়ে দেখা হয় নি তোমায়।
আমি তোমায় আজও ছুঁতে পারিনি
তুমিও কোন দিন আমায় ছুঁয়ে দেখোনি।
শূন্য দিগন্তের ওপারে সব নীল
দূর আকাশে হারিয়ে যায় চিল
ঝরা পালকেরা ছুঁয়ে যায় শিশির
আমি ছুঁতে পারিনি একান্তে নিবিড়।
আলোকবর্ষ মাইল দূরে নক্ষত্রের বাস
রাতের আকাশে সাজানো পাশাপাশি
একে অপরের ছোঁয়ার অভিলাষ
ছুঁয়ে দেখা হয় নি কোনও দিন বা নিশি।
তোমার আমার পথ রেললাইনের মত
পাশাপাশি তবু ছুঁতে পারিনি চেষ্টা শত।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “ছুঁতে পারিনি

  1. আপনার কবিতার স্বতন্ত্রতা আপনাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে। শুভেচ্ছা জানবেন কবি। শুভ সন্ধ্যা। :)

    1. হার্দিক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif​​​​ প্রিয় মুরুব্বি।  

  2. কঅবির চমৎকার  ভাবনার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো। 

       

    1. অজস্র ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা    

মন্তব্য প্রধান বন্ধ আছে।