প্রেমিক পুরুষ………….
রুপের জৌলুশ্য সবটুকু দিয়েছি তোমায়
সমর্পণ করেছি উতপ্ত হৃদয় উৎসর্গ করেছি শ্রেষ্ঠ সময়
কতো বেপরোয়া চুম্বনে মিটিয়েছি তোমার কাতর ঠোঁটের তৃষ্ণা,
ছুঁয়েছি তোমার স্পর্শের আঙুল, নগ্ন দেহাবয়ব,
তোমার কাছে আমি হয়েছি নিঃশেষ নতজানু
নির্জন নির্লজ্জ সুখে যেন এখনো কাটেনি ঘোর,
তোমার প্রশস্ত বুকে লেগে আছে আমার ঠোঁটের চিহ্ন
পূর্ণিমার বাসর রাতে,
রমণ ক্লান্তির পরে হৃদয়ে আর কতোটুকু প্রেম ঢেলে দিলে
অতঃপর তুমি শান্ত হবে হে প্রেমিক পুরুষ ?
রাত ভোর হয়েছে, নিভে গেছে প্রদীপ
পড়ে আছে কাঁচের ভাঙা চুড়ি নষ্ট টিপ,
অগোছালো বিছানায় এসে শুয়ে আছে রোদ,
আড়ষ্ঠ চিবুকে কতোটুকু স্পর্শ মেখে দিলে
অবশেষে তুমি শান্ত হবে ?
চোঁখ বুজলেই দেখি তোমার প্রেমের রোশনাই
নির্জন নির্লজ্জ সুখে যেন এখনো কাটেনি ঘোর………
— ফারজানা শারমিন
২৬ – ০৮ – ২০২০ইং
'চোখ বুজলেই দেখি তোমার প্রেমের রোশনাই
নির্জন নির্লজ্জ সুখে যেন এখনো কাটেনি ঘোর।'
__ অসামান্য সব অনুভবে কবিতাটি উজ্জ্বল হয়ে উঠেছে। অভিনন্দন প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ…………….
অনবদ্য প্রকাশ ।
অসংখ্য ধন্যবাদ…………….
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সত্যি বলেছেন । ধন্যবাদ আপনাকে………………….