স্মৃতির জীর্ণ পাতা

আজও স্মৃতির জীর্ণ এক পাতায়
মনে পড়ে লেখা সব নীল বেদনায়!
শরতের কাশফুলের নরম পরশ
রাতজাগা জ্যোৎস্না ঢালা আকাশ
হংসমিথুনের মতো সমুদ্র স্নান
মুছে যায় নি, হয়নি তো ম্লান।
বুনো শালিকের নীড়ে ফেরার পিয়াস
গোধূলির রঙ মুছে ফুরিয়ে যায় আশ
হৃদয়ের দূর আকাশে সন্ধ্যা তাঁরা
এনেছো নয়নে শ্রাবণের বারিধারা।
ফাগুনের ফুল ফুটালে মনে
কেড়ে নিলে প্রাণ কোকিলের গানে
নিশীথের অন্ধকারে হারিয়ে গেলে
যাতনা দিয়ে অবশেষে কি সুখ পেলে?
চৈত্রের তাপে পোড়া এ অন্তর
সুখে থেকো, শুভকামনা নিরন্তর।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

7 thoughts on “স্মৃতির জীর্ণ পাতা

  1. কবিতার প্রয়াস চমৎকার হয়েছে মনে হলো। অভিনন্দন কবি এম. হুমায়ূন কবির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অজস্র ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা প্রিয় মুরুব্বি।        

  2. এক কথায় অসাধারণ একটা কবিতা। কবিকে শুভেচ্ছা। সাথে শুভকামনা।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।