পাচঁটি প্রেমের লিমেরিক

(১)
চলে যাবো তোমায় নিয়ে
সবুজ মাঠের রাস্তা দিয়ে
প্রকৃতির মাঝে
অপরূপ সাজে
দেখবো তোমায় মুগ্ধ হয়ে।

(২)
শান্ত আলোয় গোধূলি বেলায়
ফিরবো এবার তোমারই জেলায়
আসবে আসুক
প্রেমের অসুখ
সুখকে করেছি বুকে সেলাই।

(৩)
তোমায় অনেকটা ভালোবাসি
এই খুশিতে অবেলায় হাসি
লোকে পাগল বলে
ব্যাথা পায়না দিলে
বাজাই প্রেমের সুরেলা বাঁশি।

(4)
আসবে আসুক যতই কঠিন বিপদ
ভুলেনি নিয়েছি আমরা শপথ
সহজে বিয়ে
হয় না গো প্রিয়ে
সুখ তো আসে, বিদায় নিলে আপদ।

(৫)
স্বপ্নে তুমি প্রতিদিন আসো
জড়িয়ে ধরে ভালোবাসো
এটা কী সুখ
নাকি অসুখ
বাস্তবে এবার কাছে এসো।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

5 thoughts on “পাচঁটি প্রেমের লিমেরিক

  1. বাহ্। দারুণ রোম্যান্টিক লিমেরিক পড়লাম। অভিনন্দন জানবেন কবি। আশা করবো ভালো ছিলেন মি. মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. পাঁচটি প্রেমের কবিতাই অসাধারণ হয়েছে। 

    শুভকামনা রইল শ্রদ্ধেয় কবি মহাশয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।