শূন্যে একা

শূন্য শাহারায় জেগে কাটাই তিমির রজনী
কাঠফাটা রোদে চিলের মত গগনে উড়ি
একা শুধু একা!
দিব্যচোখে খুঁজি শূন্য অন্ধকারে
ভাই-বন্ধু-পুত্র স্বজন ত্যাজি
তোমারই সন্ধান করি
আছো তুমি কত দূরে দেখতে নাহি পারি।
দেখা দাও প্রভু নিরাকার
তোমার করুণা মাঙি;
এই ভবসাগরে ভাসি অকুলে
ডুবু ডুবু তরী মোর ভীড়াও কিনারে।
তোমার প্রেমানলে পোড়া মন
মন্দ বলে আপনজন
বাউল মনের জ্বালা বুঝবে কোন জনা
অন্তরের আগ্নেয়গিরি শীতল কেন হয় না?
তুমি যেথা বসত কর
তারে কি মনে লয় না?
আমার মাটির দেহে সহে না
দয়াল তুমি দেখা কেন দাওনা?

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

10 thoughts on “শূন্যে একা

    1. শব্দনীড় এ কবিতা পোস্ট করে অপেক্ষায় থাকি প্রিয় মুরুব্বির মন্তব্যের আশায়। অজস্র ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর প্রিয় মুরুব্বি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif              

মন্তব্য প্রধান বন্ধ আছে।