হৃদয়ের রক্তক্ষরণ ঝরে ঝর্ণা হয়ে
স্মৃতির নদী হারায় কোন সাগরে;
দেখেছি চোখের কোনে মুক্ত বারি
তুমি তো সুখে নেই জেনেছি আমি!
কোন জ্যৈষ্ঠের ঝরে ভেঙ্গেছে মন?
জীবনের বৈকাল বেলায় ক্লান্ত এখন।
একমুঠো নতুন স্বপ্ন গড়তে
ছুঁয়ে ছিলে মেঘ আকাশের নীলে।
বকুলের গাঁথা মালা পড়ালে যারে
সে এখন কুঞ্জ সাজায় অন্য বাসরে।
সেদিন তুমিও হয়েছিলে পাষাণী
শরতের রাতে হলে কার ঘরণী?
কাটাবে সুখে দিন হয়ে বিলাসিনী;
আজ কেন আঁখি জলে বিরহিণী?
শ্রাবণের বারিধারা এখন তোমার সাথী
স্মৃতির জোনাকির সাথে জাগো রাতি।
12 thoughts on “বিলাসিনী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
Fantastic
Thanks a lot from core of ♥ heart.
সুন্দর এবং পরিচ্ছন্ন কবিতা শুভেচ্ছা জানবেন কবি।
মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিং হোক আনন্দের। শুভ সন্ধ্যা।
অজস্র ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।
এক কথায় অসাধারণ একটা কবিতা। লেখকের জন্য শুভকামনা সারাক্ষণ থাকলো।
সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভেচ্ছা অফুরান।
হৃদয়ে রক্তক্ষরণ।
ধন্যবাদ নিরন্তর
বেশ ভাবনাময় কবি দা
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগল।
ধন্যবাদ নিরন্তর