তখন কষ্ট- এখনো কষ্ট, তোমার
নীরব থাকা- দু’চোখের ভাষা বুঝার বড় দায় ছিল-
আমার ভাল লাগার প্রকাশ ভঙ্গী
তোমার কাছে ভীষণ ভাবে অপছন্দ ঘৃণার ছিল
একটু কাছে আসার মর্মখানি
এভাবে হলো বুঝি শুকনো খালে জল ভারা বিল।
তোমার ভীরু লজ্জামুখ, আমাকে
জানিয়েছে শুধু এতোটুকু আনন্দ ঘন সুখ-
প্রণয় নিয়ে আসলাম যখন একটু
কাছে- একেমন বিষ দিলে-আগুনের জ্বালা দিলে
দাবানলের চেয়েও জ্বলছি- আশা নেই
ফাল্গুন নেই- নেই কোন নতুনত্ব সৃষ্টির দিল।
০৯ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০
—————————————–
এ কেমন বিষ দিলে-আগুনের জ্বালা দিলে দাবানলের চেয়েও জ্বলছি-
আশা নেই ফাল্গুন নেই- নেই কোন নতুনত্ব সৃষ্টির দিল। _ নাইস মি. আলমগীর সরকার।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সু্স্থ থাকবেন———–
Wonderful pome
জ্বি প্রিয় মহী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
দুঃখটাকে জয় করতে হবে, কবি দাদা। দারুণ লিখেছেন। শুভকামনা সারাক্ষণ থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সু্স্থ থাকবেন———–
শুভেচ্ছা কবি দা।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি আপনাকেউ ভাল ও সুস্থ থাকবেন
শুভেচ্ছা।
জ্বি মালেক দা আপনাকেউ