তারাবির সালাত

তারাবিতে দেখে এলাম কোরআনের বুলবুল
তেলাওয়াতের সুরে সুরে মন করে আকুল
হৃদয় ছুঁয়ে যায় করুণ আর্তনাদ
প্রভুর কাছে পানাহ চেয়ে করি ফরিয়াদ।

বুক কাঁপে ভয়ে প্রভু যবে জানতে চান
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা তুকাযযিবান
জলে ছলছল আঁখি নীড় বুকে ব্যথাভার
ধ্যানে মগ্ন তারাবির সালাতে দাড়িয়ে আবার
কান পেতে রই তরুণ হাফেজের সুরে
সুরের মূর্ছনায় হারিয়ে যাই কোন দূরে?

সিয়াম সাধনার মাসে পড়ি তারাবির সালাত
চোখের জলে দু’হাত তুলে করি মুনাজাত।
ক্ষমা করে দাও প্রভু আমি গুনাহগার
তুমি বিনে কে তরাবে এই পারাবার
বিচার চাই না প্রভু, মাঙি তোমার করুণা
কবুল কর মোর নাজাতের বাসনা।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “তারাবির সালাত

  1. সিয়াম সাধনার মাসে পড়ি তারাবির সালাত
    চোখের জলে দু’হাত তুলে করি মুনাজাত। আমীন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।