ঢেউয়ের উল্লাস কাঁদে

মাছের জলসাঘরে নিকিরির আনাগোনা রোজ;
চিকন সুতার ফাঁদ লুঠ করে জলের বিলাস।

দুপুরের আগুনরঙে জ্বলে ওঠে পদ্মার বুক
তরঙ্গের উচ্ছ্বাসে নাচে রূপালি ইলিশ

ধরা পড়ে কৈবর্তের হাতে বোনা জালে

ছটফটে কাতরতা নাচে
জালের ভেতরে।

ডাঙায় প্রাণ নেই
প্রাণের ব্যাকুল মায়া রাখা তার নদীর ভেতরে

নিকিরিবধুর বেলোয়ারীচুড়ির চকিত স্বপ্ন-সাধ
শিষ দিয়ে ওঠে শুধু
একান্ত গোপনে;

ঢেউয়ের উল্লাস কাঁদে ধীবরের ঘরে।
মহার্ঘ পসরা সাজে ক্ষুধার বাজারে।

(বিষাদের প্রখর বেলুনগুলো)

2 thoughts on “ঢেউয়ের উল্লাস কাঁদে

মন্তব্য প্রধান বন্ধ আছে।