ভালো নেই
ভালো থাকার ইচ্ছেটাও সাত-সমুদ্র দূর
রাগটাও এখন আর হয় না, যেন শীত ভোরের শীতল জল
অনুরাগের কণাগুলো বেসমালভাবে লাঞ্ছিত
কারো জন্য উচাটন নয় শুধু হাজার প্রশ্নের তুফান
সহানুভূতির মৃদু পরশে উত্তরটা চাই
টিপটিপ জোনাকির আলোয় আর জ্বোৎস্না ভেজা রাতে,
তুমি আজ ঝিঁঝিঁ পোকা
নিস্তব্দ রজনীতে তারা গুনি অসহ্য যন্ত্রণায়
প্রতিশ্রুতির হিসেব কষি ভাগফল বরাবর শূণ্য
অরক্ষিত টান পথে প্রান্তরে
নিতান্ত ভালবাসার নিশ্চুপ হাহাকারে,
মিষ্টি হাসি ঠোঁটে লেপ্টে বলেই কি ভালো আছি!
সেই নর্তকী সমুদ্র, কিচিরমিচির পাখিদের অরণ্য, নাম না জানা সুগন্ধ মিশ্রিত বাতাস
সব ঠিকই আছে শুধু আমি শুনতে পাই কর্কশ সুর, নিষ্ঠুর ভয়াল অমবস্যার গান,
দেখতে পাই প্রতিটি মানুষের কপালে স্বার্থের টীকা
কষ্টের তীব্র তাপদহে চৌচির স্বপ্নের সাজানো বাগান
ভালবাসি” শুনলে আঁতকে উঠি কে যেন বিষাক্ত তীর ছুঁড়েছে কর্ণকুহুরে
ইচ্ছে, স্বপ্ন, ভালবাসা অহেতুক চাহিদার তামাশা
বেদড়ক শ্বাস জিয়ে আছে বলেই হয়তো বলি ভালো আছি।
এক মুঠো সুখ পাবো বলেই হয়তো ভবঘুরে
তাই
আমি আমাকে বিলিয় দিলাম আমরণ।
আসলেই আমরা ভালো নেই।।
শুভেচ্ছা জানবেন।
নিখুঁত প্রকাশ।
ভালো লিখেছেন। শব্দনীড়ে আপনার আন্তরিক স্বাগতম ইকরামুল শামীম। শুভেচ্ছা।
দারুন লেখা
