মধ্যবিত্ত

মধ্যবিত্ত মস্তিষ্কের আত্মসম্মান বোধ বদলে দেয়,
পেটের ক্ষুধার দুপুর চোখের জোছনা বিলাসে।
ভিতরের অসহ্য ক্রোধের পাহাড় ছাপিয়ে,
চোখে মুখে ফোটায় চকচকে হাসির নক্ষত্র।
মধ্যবিত্ত প্রাণে নতুনের গোপন চাওয়া ঢেকে থাকে,
পুরনো জিনিসে ভালোবাসার চাদরের তলে।
মধ্যবিত্ত মাথার উপরে সূর্যের করুণ ঝলক,
নিমেষেই বদলে যায় শ্রাবণের কালো মেঘে।
মধ্যবিত্ত সংসারেও চাল ফুরায়, ডাল ফুরায়,
হিসেব করে করে গোপনে নিভে যায় চুলার আগুন।
ভিতরে অসহ্য যন্ত্রণা বাইরে সম্মানের ফুলঝুরি,
মধ্যবিত্ত জীবনের সাথে এইতো ঈশ্বরীয় জটিল উপহাস।
তবুও মধ্যবিত্ত মনে থাকে ঈশ্বরের গোপন প্রার্থনা,
অলৌকিক মদদে থাকে পূর্ণ বিশ্বাস।
মধ্যবিত্ত চোখ অন্ধকারে কাঁদতে শিখে গেছে,
আলোতে শিখেছে মেকি হাসিতে বাঁচার নির্মম কৌশল।।
.
১২/০৫/২০২০
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

8 thoughts on “মধ্যবিত্ত

    1. ভালোবাসা ও ধন্যবাদ……….http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  1. চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।

    1. বাস্তব জীবন থেকেই নেয়া….

      ভালোবাসা ও ধন্যবাদ……….http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. "মধ্যবিত্ত চোখ অন্ধকারে কাঁদতে শিখে গেছে,
    আলোতে শিখেছে মেকি হাসিতে বাঁচার নির্মম কৌশল।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমার কাছে এটা প্রমাণিত…….. ধন্যবাদ ও ভালোবাসা জানবেন……… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. তবুও মধ্যবিত্ত মনে থাকে ঈশ্বরের গোপন প্রার্থনা,
    অলৌকিক মদদে থাকে পূর্ণ বিশ্বাস।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালোবাসা রইলো…….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।