ইচ্ছে করে
শীতের রাতে কনকন ঠান্ডায়
উষ্ণ চাদর হয়ে তোকে গরম রাখি।
ইচ্ছে করে
গ্রীষ্মের উত্তপ্ত রৌদে ঘর্মাক্ত দেহ
ঝিরিঝিরি হিমেল হাওয়া হয়ে তোকে শীতল করি।
ইচ্ছে করে
কাল বৈশাখী দমকা ঝড়ে
স্বর্ন লতিকা হয়ে তোকে প্যাঁচিয়ে থাকি।
ইচ্ছে করে
শরৎ এর শিশির হয়ে
তোর পা ভিজিয়ে রাখি।
ইচ্ছে করে
বসন্তের সুর হয়ে
পাওয়া কষ্টগুলো তোর ভুলিয়ে রাখি ।
ইচ্ছে করে
অমবস্যা নিশীতে
জোনাক হয়ে তোকে আলোকিত করি।
ইচ্ছে করে
আঁখি বেয়ে তোর অশ্রুগুলো
ফুলের মধু ভেবে পান করি।
ইচ্ছেগুলো হায় ! ইচ্ছে রয়ে যায়
তোর মাঝে অবিশ্বাসের স্রোত তাই।
তোর দেহের সেই গন্ধ নাকের কাছে শুকতে পাই
তোর অনুভূতির বদন চোখের মাঝে পাল তুলে যায়,
তোর কাম জাগ্রত ধ্বনি কানের কাছে শুনতে পাই
তোর গরম নিঃশ্বাসের সাথে ওষ্ঠদ্বয়ের ছোঁয়া যখন তখন জাগিয়ে তুলে আমায়।
পারিনি; পারবো না ইচ্ছে আর স্মৃতিগুলো নিয়ে
স্বচ্ছ ভাবে বাঁচতে
অতীত, বর্তমান আর ভবিষৎ
চাই থাকতে নিয়ে থাকতে।
বাদল দিনের শুভেচ্ছা কবি ইকরামুল শামীম।
নন্দিত অনুভূতি প্রকাশ
ইচ্ছেগুলো হায় ! ইচ্ছে রয়ে যায়
তোর মাঝে অবিশ্বাসের স্রোত তাই।————-