দুনিয়ার সবাই চোর

গানে আছে, দুনিয়ার সকলেই চোর।
কেউ স্বীকার করে না আমি নিজে চোর।
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মন চোর, কেউ দিল চোর,
কেই টাকা চোর, কেউ পয়সা চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ কাঁথা চোর, কেউ বালিশ চোর,
কেউ পর্দা চোর, কেউ ব্যাংক চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ জামা চোর, কেউ জুতা চোর,
কেউ মোজা চোর, কেউ হাঁস চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মুরগী চোর, কেউ গরু চোর,
কেউ ছাগল চোর, কেউ গাড়ি চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ বাড়ি চোর, কেউ রিকশা চোর,
কেউ ভ্যান চোর, কেউ সিএনজি চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ অটোরিকশা চোর, কেউ বিমান চোর,
কেউ নৌকা চোর, কেউ জাহাজ চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ অস্ত্র চোর, কেউ বস্ত্র চোর,
কেউ সোনা চোর, কেউ রুপা চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মাছ চোর, কেউ সবজি চোর,
কেউ লাউ চোর, কেউ কুমড়া চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ আলু চোর, কেউ পটল চোর,
কেউ ত্রাণসামগ্রী চোর, কেউ ত্রাণের চাল চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ রিলিফ চোর, কেউ সাহায্যের টাকা চোর,
কেউ বড় চোর, কেউ ছোট চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ তেল চোর, কেউ বেল চোর,
কেউ কাজ চোর, কেউ জাত চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ ছিঁচকে চোর, কেউ মাপে চোর,
কেউ ব্যালট চোর, কেউ ভোট চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মোবাইল চোর, কেউ ল্যাপটপ চোর,
কেউ ঘড়ি চোর, কেউ বড়ি চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মাটি চোর, কেউ বাটি চোর,
কেউ রড চোর, কেউ সিমেন্ট চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ মেয়ে চোর, কেউ ছেলে চোর,
কেউ বউ চোর, কেউ শালি চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ প্রেমিকা চোর, কেউ নায়িকা চোর,
কেউ দেশ চোর, কেউ রাজ্য চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ আসন চোর, কেউ বাসন চোর,
কেউ লেখা চোর, কেউ কবিতা চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

কেউ ঔষধ চোর, কেউ নমুনা পরীক্ষা চোর,
কেউ নামী চোর, কেউ দামী চোর,
চোর, চোর, দুনিয়ার সবাই চোর!
কে বলে রে কাকে চোর?
যে বলে সে-ও চোর!

নিতাই বাবু
২৩/০৭/২০২০ খ্রী:

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

5 thoughts on “দুনিয়ার সবাই চোর

  1. কে বলে রে কাকে চোর?
    যে বলে সে-ও চোর! _ একদম ঠিক বলেছেন কবি মি. নিতাই বাবু। রাজত্বে আছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আমরা সবাই এখানেই আছি। সুন্দর গঠনমূল কমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।             

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।          

  2. চোরের আখরা যেনো থামেই না 

    সুন্দর কবি নিতাই দা———

মন্তব্য প্রধান বন্ধ আছে।