আবেদন

IMG_2

কোনো এক পড়ন্ত বিকেলে
দেখা হবে দুজনে
হাতে হাতে রেখে
না হয় বললাম কিছু কথা,

মনের গহীনে জমে থাকা কিছু ব্যাথা
বিলিয়ে দিবো তোমার উষ্ণতায়
হারিয়ে লাজ হবো বেসামাল
মাতিয়ে কামুক ঝংকার
না হয় হলাম উন্মাদ,
তবে কোনো পড়ন্ত বিকেলে।

কোনো এক পড়ন্ত বিকেলে
বলে দিবো সব
ছুঁয়ে দিবো তোমার উড়ন্ত কেশ
আলতো করে চুমো নিবে
বলি দিবো এতোদিনের ক্লেশ।

তবে কোনো এক রাতদুপুরে
ঝিঁঝিঁ পোকার সুর তালে
জ্যোৎস্নার গন্ধে চুষে নিবো ব্যাথাদের জল
নামিয়ে দিবো তোমার লাজুকতা
নরম স্পর্শে হবে তোমার কষ্টের কামুক জাগ্রতা।

চলো তবে
অধর আলিঙ্গনে হয়ে যাই কিছু সময়ের জন্য বেসামাল,
এসো তবে মিলিয়ে নেই না পাওয়ার হিসেব
কিছুটা সময়ের জন্য চাই
নিজেকে নুঁয়ে দিলাম
যত পারো খুঁজে নাও তোমার ইচ্ছে সাহেব।

—ডেডিকেট টু নিম পাতার চা—

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “আবেদন

মন্তব্য প্রধান বন্ধ আছে।