সবই এখানে থাক

011814Kalerkanth

হঠাৎ কবিতা আমাকে প্রশ্ন করে?
আমাকে নিয়ে এতকিছু করে কি লাভ পাবে!
কিছু কলঙ্কের জোছনায় ভেজাবে
আর হাসি তামাশা হবে- এগুলো নিয়ে কি তুমি শান্ত;
আমি হেসে উঠলাম কবিতা কি বলছো?

আমি তো কিছু আলো নিয়ে হেঁটে চলি
কিছু তো ভাবনা ছড়ায়- বলো! আমাকে থামতে
বলছো- না আমি পারবো না- ঐ দেখো বর্ণগুলোর
মিছিল দেখো- শ্লোগান শুন কি বলতে চাচ্ছে
তুমি আমাকে কবি ভাবছো না- আমি কবি না;

ক্ষীণ সময়ের মধ্যে কিছু অনুধাবন করতে
চাই- কবিতা তোমার গন্ধ নাহয় সঙ্গে নিলাম-
এভাবে আর প্রশ্ন কর না- লাল নীল সবুজ সব
রঙে রাঙাব- রঙধনু দেখো, কিছু সোনালি অতীত
সঙ্গে নিয় একটু হাসি থাকবে- সবই এখানে থাক।

১১ কার্তিক ১৪২৬, ২৭ অক্টোবর ২০
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “সবই এখানে থাক

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  1. চমৎকার কবিতায় শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।