বদল

IMG_2020

মেয়েটির রাগ যেমন জেদটাও তেমন
তবে তার মন শরৎ এর সাদা মেঘে ঢাকা
হঠাৎ পরিচয়ে জানতে পারি
তোমার আমার সম্পর্কের অবসানের সাথে একদম মিল
হীনমন্যতা নিয়ে মাঝে মাঝে বিরক্ত দিয়ে কথা বলার সুযোগ খুঁজি
আজ কথোপকথন…!

সেইসময়ের পাগলামীগুলো এখন আমার হাসি পায়
বিশ্বাসের মৃত্যুতে সাদা কাপড়ে সম্পর্ক আজ বিধবা
তাই আবেগ, অনুভূতির দাফনে
অতীত এখন শুধু হাসি বৈ আর কিছুই নয়।

তেমনই একদিন তুমি এই অধমকে স্বরণ করে মনে মনে বলবে-
পাগলটা ঠিকই বলেছিল- ” অতীত মানেই শুধু হাসি ”
তোমার হৃদয় রক্তাক্ত, যার বয়স বেশি হয়নি
আবেগের ঘা থকথকে, তাই এমন ভাবছো যে
কেন আবেগগুলো চিৎকার দিয়ে কাঁদছে?

আমি নিশ্চিত করে বলতে পারি, তুমিও একদিন বলবে-
তার জন্য আমার করা পাগলামীর কথা মনে পড়লে
নিজের অজান্তেই তোমার হাসি পায়
ভালবাসা, ক্রোধ কিংবা ঘৃণা কিছুই নেই, আছে শুধু অজস্র জিগাসা।

দেখো! আমি খুব ভালোই আছি
বাবুনীর বাপ আমার কত যত্ন নেয়!
বিনিময়ে শুধু মায়া ছাড়া আর তেমন কিছুই নেই আমার
অনীহা থাকা সত্ত্বেও রাতে প্রেমহীন যৌনতায় মিথ্যে হাসি দিতে হয়
কারণ ভালবাসা নেই, ভালবাসা কবেই খুন হয়েছে
তবুও নিয়মের ঘনীভূত চাহিদায়
সংসার নামক কর্কট রোগ নিয়ে বেঁচে থাকার নামই জীবন

আমি বলি বদলাতে হবে, এখনই সময়
ভাবীক্ষণে হাসির চেয়ে আবেগুলোকে চিতায় তুলে আগুন জ্বালিয়ে দাও
নতুন ভাবনায়।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “বদল

  1. আমি বলি বদলাতে হবে, এখনই সময়
    হাসির চেয়ে আবেগুলোকে চিতায় তুলে আগুন জ্বালিয়ে দাও
    নতুন ভাবনায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।