আপন ভাবি

41692023

আপন ভাবি
আপন ভেবে পাশে চলি
আপন আপন করে সব কথা বলি
সীমারের মত তীর ছুঁড়ে আপন যাদের মানি।

পথে পথে কতজনের দেখা
কত-শত হিসেব কষে আপন হলো যারা
মুখে মুখে আপন তাদের, অন্তরে বিষ ভরা
আপন হতে পারে কয়জন স্বার্থ ছাড়া!

আপন আপন করে আপন হতে গিয়ে
উষ্ঠা খেলাম বারংবার আপন পায়ে,
বহুপথ পাড়ি দিলাম আপন সাথে নিয়ে
মাঝপথে বুঝ এলো, আপন কেউ নারে।

আপনের মাঝে আপন খুঁজি
আপন কেউ না,
আপন কারা! আপন তারা যাদের আছে বেশি
আপন হতে পয়সা লাগে
পয়সা ছাড়া স্বার্থ লাগে,
অর্থ দিয়ে আপন হবে, ক্ষণিক মায়ার ঘাটে।

সময়ের, ফুরসতে যখন সর্বহারা
আপন তখন স্বার্থ নিয়ে চলে যাবে, তুমি দিশেহারা,
বেসামাল উন্মাদ যখন তুমি নীড়ের খোঁজে
তোমার আপন কেউ না তখন তুমি বিনে।

আপন পথে সফল হও,
সফল হলে আপন হবে জনে জনে,
আপন মনে শান্তি ভেঙে
স্বার্থপরতার ঢাল চুরমার করে
হিংসুটে মনে মানবতার প্রদীপ জ্বালিয়ে দাও।

১৮ঃ৪০
১০/০৩/২০২১ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “আপন ভাবি

  1. লিখা এবং প্রচ্ছদ ছবি …. সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।