মানুষের_খবর

নাঙ্গা তলোয়ার হাতে খণ্ড-বিখণ্ড শুধু নয়
মলমের মানুষের খবর আমরা জানি
রাস্তায় পড়ে থাকা নিরন্ন মানুষের
জলের ছটফটানি মিটাতে
জলাধার খুঁড়ে আনা মানুষের খবর আমরা জানি।

এমন মানুষের খবর আমরা জানি
যার চোখে পৈতাকে হিন্দু লাগেনা
টুপি দেখে কাউকে মুসলমান ঠাওরে নেয় না
গির্জার ঘণ্টা বাজায় যে জন সে শুধু খ্রিস্টান নয়
তাদের মানুষ ভাবতে পারা মানুষের খবর আমরা জানি।

অসাম্প্রদায়িকতা কোন মিথ নয়, গুহার গভীরে
অনাবিষ্কৃত সাংকেতিক চিহ্ন নয়
বিদ্যাগজ কারো উচ্চতর ডিগ্রির অভিসন্দর্ভ নয়
নেতার প্রলাপি বক্তৃতার চাতুরতা নয়
প্রকৃত অসাম্প্রদায়িক মানুষের খবর আমরা জানি।

মানুষ শুধু হতাশার নাম নয়, মানুষ শুধু
পরাজয়ের নাম নয়, আশাবাদী মানুষের খবর
আমরা জানি, মানুষকে বিজয়ী
ভাবতে পারা মানুষের খবর আমরা জানি।

1 thought on “মানুষের_খবর

  1. আশাবাদী মানুষের খবর
    আমরা জানি, মানুষকে বিজয়ী
    ভাবতে পারা মানুষের খবর আমরা জানি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।