নারী তুমি অহংকার
সে-তো মা
শাসনের ছলে ভালবাসার ঝংকার।
নারী তুমি প্রচন্ড টান
সে-তো বোন
কখনো খেলার সাথী কখনো হাতেখড়ির দান।
নারী তুমি অর্ধেক জীবন
সে-তো সহধর্মিণী
রস-কষে চলা আমরণ।
নারী তুমি ইতিহাস
তেরেসা,রোকেয়া এমনকি অজানা বহু নারী
অনেক কিছু শেখার বাণী।
নারী তুমি প্রেম
গুপ্ত ভালবাসায় ভেসে গেলাম
তোমারই আমার সেলাম।
নারীকে নিয়ে সুন্দর লেখা।
শুভকামনা রইল
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল।
চমৎকার লিখেছেন
