সূচয়না

সূচয়না, তুমি কি জানো কতদিন দেখিনি তোমায়,
হয়তো জানো না, আর জানতেও তুমি চাওনা।
জানে ঐ নদী নক্ষত্রের দেশের, নীল আকাশের নক্ষত্রগুলো।
আরও জানে ঐ অমাবস্যার রাতে বিস্তর জোনাকি।

সূচয়না, তুমি বিহীন এ আমার জীবন স্পন্দনহীন,
তোমার পরশ পেলে আমার এই নিথর দেহে প্রাণ ,
স্পন্দনে স্পন্দিত হয়,
তোমাকে বিহীন আজ আমার হৃদয়, বিধস্ত ট্রয়নগরীর মতো।

তোমার কথা মনে পড়লে প্যালেস্টাইনের শোকার্ত জননীর মতো,
চিৎকার করে কাঁদত আমার ইচ্ছে করে।
সূচয়না, তুমি হয়ো না কো পাষাণী,
পত্র ঝরা বৃক্ষের নিচের বিদীর্ণ প্রহরে একটু দেখা দিয়ো।

সূচয়না, তুমি হয়ো না কো হৃদয়হীনা,
তাহলে আমি হয়ে যাব ঐ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো,বাস্তুচ্যুত।
সূচয়না, তুমি আমারে ফেরারি জীবন দিয়ো না,
আমি তোমায় নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পারি দেব,
এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিলাষ ।

রচনাকালঃ
১২/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “সূচয়না

  1. সূচয়না'র জন্য একরাশ শুভ কামনা কবি। জীবন হোক আনন্দঘন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সদা। 

      ভালো থাকুন। 

       

  2. সুচয়না

    কতোবছর দেখি না

    1. অসাধারণ মন্তব্য। 

      শুভকামনা রইল সদা। 

      সদা সুস্থ থাকুন। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।