একটি অসমাপ্ত গল্পের চিত্রনাট্যকার তুমি,
আমি সে গল্পের নামমাত্র একটি চরিত্র,
মন খারাপের ভিড়ে থেকেও হাসি,
হাসাই, আবার কখনো কাঁদাই, কখনো ভাবনা জ্বালাই,
অতঃপর নতুন চিলে কৌঠায় চড়ুই পাখির ফাঁদ তৈরিতে তুমিও
বেশরকম বিজ্ঞাপনে বাজিমাৎ লাগাও
আর আমি বাবু পাখী বেশে একটু আশ্রয় খুঁজি
সে বিজ্ঞাপনের ভিড়ে।
সে গল্পে আমি একজন ভুলে ভরা মানুষ
সে গল্পে আমি একজন বেকারত্বের অভিশাপ,
সে গল্পে আমি অচেনা স্বপ্নের স্বপ্নবাজ
সে গল্পে আমি একটি করুণ দীর্ঘ ইতিহাস।
উপসংহারে এখন নিষিদ্ধ আমি,
এক পেয়ালা হেমলক নিয়ে দাঁড়িয়ে
সে গল্পের সিকোয়েন্সে পুরুনো চরিত্রের অবসান দিতে
আমি এখন নটরাজ।
চমৎকার মনের অনুভূতি প্রকাশ করেছেন, ভালো লাগলো, শুভকামনা
উপসংহারে এখন নিষিদ্ধ আমি,
এক পেয়ালা হেমলক নিয়ে দাঁড়িয়ে
সে গল্পের সিকোয়েন্সে পুরুনো চরিত্রের অবসান দিতে
আমি এখন নটরাজ।
সত্যই চমৎকার এক অনুভব কবি দা