একঘেয়েমি

images-252

নিমপাতা সময়টা, সব সময় ভাল যায় না
এই একটা দোষ নাকি যান্ত্রিক জ্যাম
বা বিড়ম্বনা- বলো তাই নয় কি?
তবু সময়ের সাথে প্রতিযোগিতার
এক মিছিলের বহর; সেখানেও স্বজনপ্রীতির
গান শোনায়, নয় তো ঘুষের টাকার উড়ন্ত মেঘ
কারও কিছু যায় আসে না- এভাবেই
সময় চলছে দূর দুরন্ত শঙ্খচিলের আকাশ!
কিংবা শীত মাঘের হাওয়া, নয় তো
লজ্জাবতীর কৃষ্ণচূড়া ছোঁয়া- অতঃপর
সত্যই জীবন পটের সময় ভাল যায় না-
ইট পাথরের মতো একঘেয়েমি হয় না
যখন একঘেয়েমি সময় হবে!
তখন সময়কে চিহ্নই না।

আবৃত্তির লিং- https://youtu.be/2L6lnJob1H0

২০ পৌষ ১৪২৮, ০৪ জানুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “একঘেয়েমি

  1. এভাবেই সময় চলছে দূর দুরন্ত শঙ্খচিলের আকাশ!
    ___ ঠিক বলেছেন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শেষমেষ গতকাল ওপেন করতে পারছি মুরুব্বী দা

      ভাল থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।