এখনও কারো পোষ্টে যান নি

আজ কবিতা বা গল্প নয় একটি ভিন্ন বিষয়ে আলোকপাত করতে চাই। আমাদের মাঝে ভুলবোঝা-বুঝি না হওয়ার প্রয়াসে এই লিখা। শব্দনীড়ে আমি নতুন তাই এখানকার প্রতিটি অপশন ক্লিক করে দেখতে গিয়ে একটি বিষয় চোখে পড়েছে তাই শেয়ার করছি।

শব্দনীড়ে কিছু কবি/লেখক আছেন যাঁদের ব্লগে গেলে “কোথায় ঘুরে এলেন” নামক স্থানে দ্যাখা যায় “এখনও কারও পোষ্টে যান নি“।
স্বাভাবিক ভাবেই বিভিন্ন প্রশ্ন জাগতে পারেঃ

১) কেনো অন্যের পোষ্ট পড়েন না?
২) অন্যের লেখাকে কি গুরুত্ব দেন না?
৩) তাহলে কি উনারা অহঙ্কারী?

অথবা আরও অন্য কিছু।

ব্যাপারটি আমার কাছে তেমন কিছুই মনে হয় নি বরং মনে হয়েছে ভিন্ন কিছু যা পজিটিভ বটে! আমি নতুন হিসেবে এটা আমার চোখে একটু ভিন্ন মনে হতে পারে কিন্তু পুরাতন হয়তো অনেকেই ব্যাপারটা জেনে থাকবেন আমি এখন যেটা বলবো।

তার আগে উপরোক্ত প্রশ্নের উত্তরগু্লো দেয়া যাকঃ
১) সবার পোষ্ট পড়েন
২) অবশ্যই যথাযথ গুরুত্ব দেন
৩) না। উনারা মোটেই অহংকারী নন

আমার কাছে মনে হয়েছে উনারা প্রত্যেকের লিখাই পড়ে থাকেন তবে লগ আউট করে অফ লাইনে পড়েন। যেহেতু অফ লাইনে পড়েন এবং তা আপনাকে বুঝতে দিতে চান না তাই লিখিত মন্তব্যও করতে পারেন না তবে উনারা লেখা পড়েই বুঝতে পারেন তাই মন্তব্য উনাদের মনের মাঝেই থেকে যায়। হয়তো এটা উনাদের একটা কৌশল (ধনাত্মক বটে) যা আপাতত আমার পক্ষে বোঝা সম্ভব হয় নি। আমার কাছে আরও মনে হয়েছে উনারা যথেষ্ট গুণী কবি ও লেখক।

আমি আগেই বলে নিয়েছি, উনারা যে অফ লাইনে পড়েন তা অনেকেই হয়তো জেনে থাকতে পারেন। কারও পোষ্টে যাক বা না যাক, মন্তব্য করুক বা না করুক। লেখক হিসেবে অন্য কোনও কবি/লেখক কে হালকা ভাবে নেয়ার অবকাশ থাকা কাম্য নয়!

শুভকামনা ও শুভেচ্ছা শব্দনীড়ের সবাইকে।

27 thoughts on “এখনও কারো পোষ্টে যান নি

  1. আমি ব্লগে নতুন ভাই। অন্যদের ছেয়ে বুঝিও কম, ব্লগে আসিও কম।প্রায় সময় আসলেও প্রথম পাতায় যা পাই পড়ি। মন্তব্য করতে চাইলে লগইন চায়। তখন লগইন করতে ভালো লাগেনা। কারণ পাস: একটু কঠিন। শুধো লিখার সময়ই লগইন করি।

      1. জ্বি আপনার পরামর্শ অনুযায়ী পাসওয়ার্ডটা সহজ চেঞ্জ করতে পেরেছিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1.  শুভেচ্ছা নিন প্রিয় সাব্বির ভাই!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      আমাদের প্রিয় মুরুব্বী সম্ভবত আপনার সমস্যার সমাধান ইতোমধ্যেই করে দিয়েছেন যদি উনার সাজেশন অনুযায়ী    মেইল করে থাকেন।

  2. কারও পোষ্টে যাক বা না যাক, মন্তব্য করুক বা না করুক।
    একজন কবি/লেখক হিসেবে অন্য কোনও কবি/লেখক কে হালকা ভাবে নেয়ার অবকাশ থাকা কাম্য নয়!

    * সহমত…

    এমন কিছু কবি লেখক আছেন, মন্তব্যের উত্তর দিতেও রাজী নন। মাঝে মাঝে ভাবি তাঁরা কাউকে নিজের সমকক্ষ ভাবতে নারাজ কিংবা অন্যের লেখার প্রতি চরম উদাসীনতা! মান-অভিমান হয়। আবার ভাবি কে মন্তব্য করলো কে করলোনা, আমি তাকে একটু উৎসাহ দিতে দোষ কোথায় ? ছোট্ট মন্তব্য দিই তবে সবার পোস্টে দিতে চেষ্টা করি… 

    শব্দনীড় আরও প্রাণবন্ত হোক। একে অন্যের পোস্টে মন্তব্য প্রদানের মাধ্যমে আমাদের আন্তসম্পর্ক আরও সুদৃঢ়তা প্রত্যাশা করি.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. "কে মন্তব্য করলো কে করলোনা, আমি তাকে একটু উৎসাহ দিতে দোষ কোথায় ? ছোট্ট মন্তব্য দিই তবে সবার পোস্টে দিতে চেষ্টা করি"

      "শব্দনীড় আরও প্রাণবন্ত হোক। একে অন্যের পোস্টে মন্তব্য প্রদানের মাধ্যমে আমাদের আন্তসম্পর্ক আরও সুদৃঢ়তা প্রত্যাশা করি"

      পারফেক্ট মন্তব্য করেছেন!

      শুভকামনা প্রিয় দিলওয়ার ভাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. দৃষ্টি বা মনোযোগ আকর্ষণে এমন একটি পোস্ট প্রত্যাশা করছিলাম মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. যদিও আমি নতুন তবু  যথাসাধ্য পড়া এবং মতামত দেবার চেষ্টা করি।

  5. প্রসঙ্গটা নিয়ে এমি অনেক ভেবেছি কিন্তু গ্রহনযোগ্য ভাবে কি লিখব ভেবে পাচ্ছিলামনা। আপনি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিকই তবে পোস্ট অবহেলা দুঃখজনক মনে করি। :( 

  7. বহুকাল আমি  অন্যের পোস্ট দূরে থাক নিজের পোস্টেরও মন্তব্যের উত্তর দিইনি। যখন রিয়ালাইজ করেছি তখন অনেক দেরী হয়ে গেছে। অনেক পাঠক আমি হারিয়েছি।

    নিজেকে শুধরে নিয়েছি এখন। আমি নিজের পোস্টের আগে অন্যের পোস্ট পড়ি। অন্তঃসার শূন্য পোস্টেও আমি মন্তব্য করি। আমার ভালো লাগে। :)

  8. ভাই যাই বলুন, ভার্চুয়ালে এটা কিন্ধ জবরদস্তি করা; এখানে সবাই মুক্ত স্বাধীন।

    এখানে ভালোবাসা দিলে তবেই ভালোবাসা মিলে, না দিনে না,,,,,,,মসকরা বিষায়ক!,,,,,,,,,,,

    1.  প্রিয় প্রেম, প্রকৃতি ও ভালোবাসার কবি চারু মান্নান ভাই, আপনার মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ!

      আপনি সঠিক বলেছেন, সম্মান এবং ভালোবাসা পেতে হলে আগে দিতে হয়।

      আমি জানি আমার পুরো লেখা আপনি পড়েছেন।

      আমি কারও দৃষ্টি আকর্ষনের জন্য এটা লিখি নি। আমি উনাদের ভালোভাবে চিনি, উনারা অনেক গুণী কবি/লেখক তাই উনাদের যেনো কেউ ভুল না বুঝেন তাই আমার এই লিখার প্রয়াস।

      মুক্ত, স্বাধীন, জবরদস্তি বা মসকরা …এই শব্দগুলোর সাথে আমার এই লেখার কোনও সম্পর্ক নেই।

      শুভেচ্ছা ও শুভকামনা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।