সেই সোনালি ভোরের প্রতিক্ষায়-

আমি যদি হতাম হংস বলাকা; এ লোকালয় ছেড়ে চলে যেতাম দূরে–
অনেক দূরে। যেথায় রাশি রাশি কাশ ফুল দুলছে আপন তালে
শুভ্র মেঘের ভেলায়; শিশির ভেজা ভোরের হিরণ্ময় দ্যুতি
আজও যেন আমায় ডাকছে; নাশিয়া অন্ধকারের দুর্গতি।

ওগো জলদ তুমি আবার অবতীর্ণ হও এই ধরাধামে
মুছে দাও আমাদের যত কলঙ্ক রেখা; মম অন্তর হতে
আমি আবার জন্মাতে চাই; নিখাত পৃথিবীতে তোমারি জঠরে
যদি তোমার সন্তানে মনুষ্যত্ববোধের চেতনায় দূরে ঠেলে দেয় তার পাপাত্মাকে।

জানি আমি, আবার আসিবে সেই সোনালি দিন; কোন এক রাঙা প্রভাতে
সেইদিন তুমিই হবে তোমার বিচারক, দগ্ধ হবে আপনি আপনাতে;
হংস বলাকারা মেলিবে পাখা অসীম আকাশে বিশুদ্ধ শুভ্র রঙে
দ্বেষ নয়, শান্তির কপোত রচিবে নীড় সবার অন্তরে।।

12 thoughts on “সেই সোনালি ভোরের প্রতিক্ষায়-

  1. 'হংস বলাকারা মেলিবে পাখা অসীম আকাশে বিশুদ্ধ শুভ্র রঙে
    দ্বেষ নয়, শান্তির কপোত রচিবে নীড় সবার অন্তরে।।' অসাধারণ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. শুভ্র মেঘের ভেলায়; শিশির ভেজা ভোরের হিরণ্ময় দ্যুতি
    আজও যেন আমায় ডাকছে; নাশিয়া অন্ধকারের দুর্গতি।————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।