আমি যদি হতাম হংস বলাকা; এ লোকালয় ছেড়ে চলে যেতাম দূরে–
অনেক দূরে। যেথায় রাশি রাশি কাশ ফুল দুলছে আপন তালে
শুভ্র মেঘের ভেলায়; শিশির ভেজা ভোরের হিরণ্ময় দ্যুতি
আজও যেন আমায় ডাকছে; নাশিয়া অন্ধকারের দুর্গতি।
ওগো জলদ তুমি আবার অবতীর্ণ হও এই ধরাধামে
মুছে দাও আমাদের যত কলঙ্ক রেখা; মম অন্তর হতে
আমি আবার জন্মাতে চাই; নিখাত পৃথিবীতে তোমারি জঠরে
যদি তোমার সন্তানে মনুষ্যত্ববোধের চেতনায় দূরে ঠেলে দেয় তার পাপাত্মাকে।
জানি আমি, আবার আসিবে সেই সোনালি দিন; কোন এক রাঙা প্রভাতে
সেইদিন তুমিই হবে তোমার বিচারক, দগ্ধ হবে আপনি আপনাতে;
হংস বলাকারা মেলিবে পাখা অসীম আকাশে বিশুদ্ধ শুভ্র রঙে
দ্বেষ নয়, শান্তির কপোত রচিবে নীড় সবার অন্তরে।।
'হংস বলাকারা মেলিবে পাখা অসীম আকাশে বিশুদ্ধ শুভ্র রঙে
দ্বেষ নয়, শান্তির কপোত রচিবে নীড় সবার অন্তরে।।' অসাধারণ প্রিয় কবি।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
শুভ্র মেঘের ভেলায়; শিশির ভেজা ভোরের হিরণ্ময় দ্যুতি
আজও যেন আমায় ডাকছে; নাশিয়া অন্ধকারের দুর্গতি।————–
* ধন্যবাদ কবি দা…
খুব ভাল লাগল দাদ
* ধন্যবাদ কবি দাদা…
বেশ ভালো লিখেছেন প্রিয় দিলওয়ার ভাই
* সুপ্রিয় কবি ইলহাম ভাই, অনুপ্রাণিত…
শুভেচ্ছা জানবেন কবি।
* ধন্যবাদ সুপ্রিয় কবি দি…
শুভেচ্ছা এবং শুভেচ্ছা।
* কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ…