A_01_ (11) - Copy

এপিগ্রাম ইন “১৯৭১”

হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি। এখানে আজ হুমায়ূন আহমেদের লেখা “১৯৭১” উপন্যাসের এপিগ্রাম শেয়ার করবো।

১। খিদের কষ্ট বড় কষ্ট।

২। মানুষকে ভয় পাইয়ে দেবার মাঝে একটা আলাদা আনন্দ আছে।

৩। বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।

৪। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা যায় না।

৫। কোন কোন সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।

“১৯৭১” বইটিতে এই ৫ টি এপিগ্রাম আমার নজরে এসেছে।

6 thoughts on “এপিগ্রাম ইন “১৯৭১”

  1. হুমায়ূন আহমেদ আমার ভীষণ প্রিয় লেখক। অসাধারণ আপনার পোস্টের বৈচিত্র্যতা মরুভূমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুমায়ূন আহমেদের প্রায় সকল বই আমার পড়া। কয়েক বছর আগে সেগুলি আবার পড়া শুরু করেছিলাম।

  2. পোস্টের পরিধি আরও বড় কেন করলেন না; অভিযোগ করে গেলাম ছবি দা।

    শুধু ১৯৭১ কেন, আরও অনেক বই ই তো ছিলো। :(

    1. সবেতো শুরু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gif
      প্রতিটি বইয়ের জন্য আলাদা আলাদা পোস্টে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif
      আমার কাছে শতশত বইয়ের এপিগ্রাম লেখা আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  3. পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দস্যু ভাই। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।