আমার ইচ্ছে করে

আমার ইচ্ছে করে

হুন শক এ্যাংগেল স্যাক্সন জুট’রা
এবং আলপিন-আলমিরা
ইস্কাপন-রুইতন আর কার্তুজ-রেস্তোরাঁ
সকলেই যখন বাংলার ভাণ্ডার লুট করে নিচ্ছিল
তখন সাহসী বীর যোগ্য বাঙালির বড়ই অভাব ছিল।

বাংলার এ নির্মম ইতিহাস দেখতে দেখতে
ব্যথিত হয়ে উঠলেন সময়ের এক কবি
বলেছিলেন বাঙালিদের মানুষ হতে।

শুধু বাংলা নয়
আশপাশ থেকেও ওরা সব লুট করে নিচ্ছিল
একদিন আমাদের পাশের আকাশে
এক বীরের গর্জন শোনা গেল, “ভারত ছাড়”
সবাই বলে উঠল “করবো নইলে মরবো”
এরপর বিতাড়িত হলো ওরা।

এরপর আরও ২৩ বছর বাঙালিরা
আর্থিক ভাবে বঞ্চিত হলো
সামাজিক মর্যাদায় ক্ষুন্ন হলো
রাজনৈতিক ভাবে শোষিত হলো
ভাষার জন্য জীবন দিতে হলো
নির্যাতিত হতে হতে বাঙালিরা দিশেহারা।

সময়ের সেই কবি’র ব্যথার মতো
ব্যথিত হয়ে উঠলেন এক শ্রেষ্ঠ বাঙালি
আবির্ভূত হলেন এক অদম্য দুর্বার
শ্রেষ্ঠ সাহসী যোগ্য বাঙালি হয়ে
এবার আমাদের আকাশে গর্জন শোনা গেল
“এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ!”
দল-মত- ধর্ম – বর্ণ-গোত্র নির্বিশেষে তখন
সাত কোটি বাঙালি মানুষ হয়ে উঠল।

আমার ইচ্ছে করে এমন কিছু কথা বলতে
যেন আজ ষোল কোটি বাঙালি একত্রিত হয়
অতঃপর রেসকোর্সের ময়দানের মঞ্চে দাঁড়িয়ে
এমন কিছু কথা বলতে ইচ্ছে করে
যেন ষোল কোটি মানুষের বিবেক জাগ্রত হয়
পাশবিকতাগুলো ভেঙে যেন মানবিকতা হয়।

এমন কিছু বলতে ইচ্ছে করে যেন
দল-মত- ধর্ম – বর্ণ-গোত্র নির্বিশেষে
সেদিনের সাত কোটি মানুষের মতো
আজ ষোল কোটি মানুষ – মানুষ হয়
যেন স্বেচ্ছায় ভেঙে যায় সমাজের কলুষিত অধ্যায়
অন্যায় অপরাধ দূর্নীতি ধর্ষণ মাদক বন্ধ হয় স্বেচ্ছায়
যেন মানুষে মানুষে হৃদ্যতা আর ভালোবাসার টানে
নীরবে নিভৃতে ঝরে পড়া অশ্রু গুলো ফিরিয়ে আনে
যেন দেশের উন্নয়নে জীবন বাজি রেখে ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ হয়ে ওঠে
যেন দুঃখি মানুষ গুলোর বিষণ্ন মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

আমার এমন কিছু বলতে ইচ্ছে করে
যেন আর কোনও কবি মানুষ হবার কথা বলে
যেন আর কোনও কবি এ কবিতা না লেখে
“তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা”
যেন আর কোনও গায়ক না গায়
“তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি”।

আমার চোখে ভেসে ওঠে দুঃখি মানুষের মনের গহীনে
জমে থাকা অভিসম্পাত আর নীরব আর্তনাদ গুলো
আমার চোখে ভেসে ওঠে নির্যাতিত দুঃখি বাঙালির বোবা-কান্না আর চোখ থেকে ঝরে পড়া অশ্রু গুলো।

আমি স্থির থাকতে পারি না
শরীরের কম্পন থামাতে পারি না
শরীর এবং মন এক প্রলয়ঙ্কর সাহসে কেঁপে ওঠে
দুর্বার অদম্য এক শক্তিতে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে।

ষোল কোটি মানুষের সামনে রেসকোর্সের ময়দানে
মঞ্চে দাড়িঁয়ে কলরেডি মাইক্রোফোনের সামনে
আমার এমন অনেক কিছুই বলতে ইচ্ছে করে
আমার শুধু একটি বার মুজিব হতে ইচ্ছে করে।

3 thoughts on “আমার ইচ্ছে করে

  1. একটি অসমাপ্ত অথবা পূর্ণাঙ্গ ইতিহাস। আমার চাওয়া আমার স্বপ্ন অথবা আমার প্রাপ্তি।

  2. আমরা ভারতীয় আজও খুঁজে ফিরি অন্তরে অন্তরে আমাদের মূল স্বাধীনতা। কথিত গণতন্ত্র নয়। শুভেচ্ছা ইলহাম ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।