এখনই সময়

এখনই সময়

এই সেই সময়
যখন পিতা মাতাকে হত্যা করে
তাদের ঔরসজাত সন্তানেরা।

এই সেই সময়
যখন পিতা মাতার ঘুমের নিশ্চয়তা নেই
ঘুমালে জেগে ওঠার আর নিশ্চয়তা নেই।

এইতো সেদিন শান্তিতে ঘুমিয়েছিলেন
এক পুলিশ দম্পতি
অথচ ইয়াবার থাবায়
অভিশপ্ত হয়েছিল ঐসির জীবন
তার পিতা মাতা আর উঠতে পারেননি ঘুম থেকে।

পিতা মাতার নিরাপদ ঘুমের নিশ্চয়তা আছে কী?
ঘুম থেকে জেগে ওঠার নিশ্চয়তা আছে কী?

এখনই সময় সামাজিক ঐক্যবদ্ধতার
এখনই সময় তরুণ প্রজন্মকে রক্ষা করবার।

না হলে হয়তো সেদিন আর বেশি দূরে নয়
যেদিন বাঙালি জাতি হয়ে পড়বে মেধা শূণ্য
হয়তো আরও পিতা মাতার মৃত্যু হবে
ঔরসজাত সন্তানের হাতে।

না, এ হতে পারে না
তিরিশ লাখ শহীদের বিনিময়ে
অর্জিত স্বাধীন বাংলায়
বাঙালির এ অভিশপ্ত জীবন হতে পারে না।

এখনই সময় মাদক বিরুদ্ধে সরকারের যুদ্ধের সাথে
আমজনতার সহযোগিতা করবার।

এখনই সময় পিতা মাতা হত্যার শান্তি দেওয়ার
এখনই সময় ঐসব কুলাঙ্গার সন্তানদের
ফাঁসিতে ঝুলাবার।

5 thoughts on “এখনই সময়

  1. এখনই সময় সামাজিক ঐক্যবদ্ধতার
    এখনই সময় তরুণ প্রজন্মকে রক্ষা করবার। এখনই সময়।

  2. এই সেই সময়
    যখন পিতা মাতার ঘুমের নিশ্চয়তা নেই
    ঘুমালে জেগে ওঠার আর নিশ্চয়তা নেই। :(

  3. সময় নষ্ট করবার মতো সময়ও নেই। :(

  4. দেশে সুস্থ্য রাজনীতির চর্চা হওয়া দরকার বলে মনে করি কবি ইলহাম ভাই।

  5. বাস্তবতা পড়লাম কবি ইলহাম দা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।