কতো কথা হলো বলা
কিন্তু বলাই হলো না আর
যে কথা বলবার ছিল আয়োজন দুজনার
উচ্চ রক্তচাপ কালোরাত নিয়ে এলো রোদ্দুরের দুপুরে
আমি সুচালো কাটাওয়ালা একটা সজারু দেখলাম
সহসা তোমার চোখে
প্রাণপণ ছুটে পালাচ্ছিল
লোকালয় ছেড়ে হয়তো কোনও গহীন অরণ্যে
হয়তো যেখানে ওর ঘর
অনিকেত কারই বা ভালো লাগে বলো
কী ভয়ঙ্কর
(হয়তো তুমিও তাই দেখেছিলে)
তারপর অনেক কথা হলো বলা
অনেক গল্প হাসি ছন্নছাড়া বাচাল প্রলাপ
আর এক পর্যায়ে যে যার পথে পা’ বাড়ালাম
অর্থহীন এক দীর্ঘশ্বাস পরেছিল যেতে যেতে শুধু
মরুময় ধূধূ বুক চিরে
(হয়তো তোমারও)
10 thoughts on “কোনও এক ক্ষণিকাকে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মিল অমিলের ব্যাকরণে আমাদের জীবন যেন দ্বিখণ্ডিত। শুভেচ্ছা কবি মি. অর্ক।
সুন্দর মন্তব্য। অজস্র ধন্যবাদ।
আমাদের অনেকের জীবনের গল্প। শুভকামনা কবি অর্ক রায়হান।
নিঃসন্দেহে তাই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শুভেচ্ছা আর ভালোবাসা কবি অর্ক ভাই।
ধন্যবাদ ভ্রাতা। শুভকামনা সবসময়।
দারুণ কবিতা প্রিয় অর্ক দা। সহস্র শুভকামনা।
সহস্র ধন্যবাদ ও শুভকামনা।
দুজনার জন্য শুভকামনা। বিশেষ করে ক্ষণিকার জন্য।
আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ ও শুভকামনা রইলো।