আগুন
দ্বিগুণ উসকে দিয়ে
নেমে আছ হংসমিথুন জলে।
পাথর গলে নামে লাভা স্রোত
প্লাবনপীড়িত আমি করিনি প্রতিরোধ!
যত ইচ্ছে আসুক লম্ফন
তবুও তো; পতিত করার জন্য
দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন।
আগুন
দ্বিগুণ উসকে দিয়ে
নেমে আছ হংসমিথুন জলে।
পাথর গলে নামে লাভা স্রোত
প্লাবনপীড়িত আমি করিনি প্রতিরোধ!
যত ইচ্ছে আসুক লম্ফন
তবুও তো; পতিত করার জন্য
দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তবুও তো; পতিত করার জন্য
… দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন।
সুন্দর উপলব্ধি।