আগুন

17445

আগুন
দ্বিগুণ উসকে দিয়ে
নেমে আছ হংসমিথুন জলে।

পাথর গলে নামে লাভা স্রোত
প্লাবনপীড়িত আমি করিনি প্রতিরোধ!

যত ইচ্ছে আসুক লম্ফন
তবুও তো; পতিত করার জন্য
দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “আগুন

  1. তবুও তো; পতিত করার জন্য
    … দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।