খতিয়ান

অংকের হিসেবে খুব বেশিদিন নয়
তবুও এই চেনা পথে অচেনা আমার মনে হয়
খুঁজে পেয়েছি ঠিকানা লাবণ্যময়!

যে নওজোয়ান,
তার কিসের
লাভ-ক্ষতির খতিয়ান?
আমি ভাবি না!

আমি পথিক চিরচেনা
এই ভাঙা-গড়া পথই আমার আজন্ম ঠিকানা!!

8 thoughts on “খতিয়ান

  1. ‘আমি পথিক চিরচেনা
    এই ভাঙা-গড়া পথই আমার আজন্ম ঠিকানা !!’

    এটাই হচ্ছে মোদ্দা খতিয়ান। সংক্ষিপ্তে যেন অনেক কথা।
    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ। স্বাগতম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. যে নওজোয়ান,
    তার কিসের
    লাভ-ক্ষতির খতিয়ান?
    আমি ভাবি না!- অসাধারণ!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।