ওরা কি শুনেছিল ঘুম ভাঙা সকালে
এক মৃত্যুপুরীর আহ্বান ?
দেশভক্ত নাগরিকের দল
কবে জানি একটা মৃত কুকুরের লাশ নিয়ে
পঞ্চায়েত ডেকেছিল
কুকুরটির সনাক্তকরণে তার পরিচয়
পদিন কাগজে কলমে সম্পাদক
প্রথম পাতায় ছেপে দেন
তার আজীবন দেশভক্তির কথা পড়ে
মানুষও লজ্জা পেল
কিছু মনখারাপ আর বিদ্রুপের রং তুলি নিয়ে
এক চিত্রকর সমাজের হিংসা আর দ্বেষ
ক্যানভাসে এঁকে তাতে আগুন জ্বেলে দেয়
তারপর সবাইকে ডেকে বলে
কুশপুত্তলিকা দাহ করছি
এর পর থেকে কলহ, দ্বেষ সব ধুয়ে মুছে
থাকবে শুধু দেশভক্ত আর দ্বেষবিবর্জিত নাগরিক
ভিন্নতায় প্রবাহিত গতিহীন সময়
দুর্বলতা কাটিয়ে নাগরিক জীবন
পুনরায় স্বত:স্ফূর্ত ধারায় প্রবাহিত হয় …
ভালো লাগালো পড়ে।
শুভ সকাল
কবিতায় জয় হোক প্রিয় কবিবন্ধু। সুন্দর লিখা।
ভালো থাকবেন আপু ।