তোমার অনেক ধনসম্পদ অর্থকড়ির পাহার,
তবে কেনো অসহায় গরীব পায়না ভাগ তাহার?
কেনো অন্তরে তোমার এতো ঘৃণা অহংকার?
তুমি কি দেখনা অন্নহীন মানুষগুলোর হা-হা-কার?
তোমার আছে অট্টালিকা আছে প্রাইভেকার,
অসহায় গরীবরা খোলা আকাশের নিচে দিচ্ছে চিৎকার!
ঘর নেই দুয়ার নেই- নেই মাথার উপর ছাদ!
তুমি কি শুনতে পাওনা তাদের সেই আর্তনাদ?
তোমার জীবনযাপন অসাধারণ কেটে যায় প্রভাত,
কেনো ওরা পথেঘাটে কুঁড়ে কুঁড়ে মরে পায়না ভাত।
তোমার ছেলেসন্তান খেলে দামী দামী হরেকরকম খেলা,
কেনো ওদের ছেলেসন্তান নর্দমায় খেলে কাটিয়ে দেয় বেলা।
এই গরীব আছে বলেই তুমি আজ বড়লোক,
তবে কেনো পড়েনা তাদের উপর তোমার চোক?
কেনো তুমি ধনসম্পদের দেখাও এতো অহংকার
তোমার এই ধনসম্পদের ওদেরও যে আছে অধিকার।
এই গরীব আছে বলেই তুমি আজ বড়লোক,
তবে কেনো পড়েনা তাদের উপর তোমার চোখ?
সতত শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি মামুনুর রশিদ ভাই।
ধন্যবাদ
মানুষ মানুষের জন্য। এই আপ্তবাক্য যারা অস্বীকার করেন তারা মানুষ নন।
শুভ সকাল মি. মোঃ সাহারাজ হোসেন। ভালো থাকবেন।
জ্বী ঠাক বলেছেন
প্রিয় মুরুব্বী ভাইজান।
শুভেচ্ছা রইলো।
অসাধারণ শুভ কামনা
শুকরিয়া আলমগির ভাই।
শুভেচ্ছা জানবেন
ঘর নেই দুয়ার নেই- নেই মাথার উপর ছাদ!
তুমি কি শুনতে পাওনা তাদের সেই আর্তনাদ?- শুনতে পাওয়া উচিত।
ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
বেশ! শুভকামনা।
শুকরিয়া।
আপনার জন্যেও শুভ কামনা রইলো