আহা তাহার উদ্ভাবনী শক্তি
পাশে তাহার বামা আদি মূর্তি
কেউ বা কোলে কেউ বা পাশে
কেউ বা মাথায় চড়ে
বন্ধ দ্বারে উঁকি মেরে হাতের লকীর পড়ে
নজর কড়া এই দিকেতেই
বৌয়ের তাতে বিকার নেই
চড়লে শুধু বিকট টান
ময়ূরী বৌয়ের তটস্থ জান।
আহা তাহার উদ্ভাবনী শক্তি
পাশে তাহার বামা আদি মূর্তি
কেউ বা কোলে কেউ বা পাশে
কেউ বা মাথায় চড়ে
বন্ধ দ্বারে উঁকি মেরে হাতের লকীর পড়ে
নজর কড়া এই দিকেতেই
বৌয়ের তাতে বিকার নেই
চড়লে শুধু বিকট টান
ময়ূরী বৌয়ের তটস্থ জান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ বন্ধু ! 😀
নজর কড়া এই দিকেতেই
বৌয়ের তাতে বিকার নেই
চড়লে শুধু বিকট টান
ময়ূরী বৌয়ের তটস্থ জান।’
কবি সুন্দর উপস্থাপনা,
মুগ্ধ না হয়ে কেউ পারে না।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য |
ভালো লাগলো
শুভকামনা থাকলো।
ধন্যবাদ ও শুভকামনা বন্ধু |