হ্যালো! আছ? ও প্রান্তের মুখ চোখের পাতায় এঁকে
এক্ষুনি তোমাকে চুমু খেতে ইচ্ছে হল।
হ্যালো! রাগ করলে? তোমার নাকের ডগায়
জমে গেল বিন্দু ঘামের পুকুর?
হেওয়ার্ডস পাঁচ হাজারি মনসবদার খোলা তরোয়াল নিয়ে
সাঁতার কাটছে শিরায়।
হ্যালো! আছো ও প্রান্তে? নদী আমার!
ঠিক এক্ষুনি, হ্যাঁ বিশ্বাস করতে পারো নির্দ্বিধায়
এক্ষুনি আদর করার ইচ্ছেঘুড়ি উড়েছে
আড়াইশো কিলোমিটার বৃত্তে চনমন।
হ্যালো! এই সময়টুকু বরাদ্দ রেখো আমার জন্যে।
3 thoughts on “নিজকিয়া ১৭”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কত রকম ভাবেই না একটি ধারাবাহিকের মেজাজ ধরে রাখা যায়।
অভিনন্দন প্রিয় সৌমিত্র। ভালো থেকো।
আবেগি লিখা দাদু! ভালো লাগলো।
সুন্দর লেখা
শুভকামনা থাকলো।