সাধ

এই সুন্দর স্বর্ণালী সকালে এখন
আকাশে হালকা কিছু মেঘের দেখা,
গাছে গাছে লাল হলদের ছোঁওয়া
তারি মাঝে পথ চলে আঁকাবাঁকা।
দূর হতে শুনি পাখির কুহু কূজন
মনকে দেয় শুধু মোর মাতিয়ে,
অদূরে সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ
বালির বুকেতে পড়ে আছড়িয়ে।
আকাশ চিরে বলাকার দল
মেঘের বুকে নকশা এঁকে দেয়,
সবুজ ঘাসের ‘পরে শিশিরকণায়
রামধনু রঙ আলোয় ঝলসায়।
মেঘেদের সাথে চলে যেতে চাই
অনেক দূরের আকাশ পেরিয়ে,
পাখিদের সাথে উড়ে যেতে চাই
সব বাঁধনের সীমানা ছাড়িয়ে।

2 thoughts on “সাধ

  1. সিম্পলি বেস্ট ওয়ান। লিখার শুরু পড়লে মনে অবিসংবাদিত সুর মনে আসে …
    ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।’

    ধন্যবাদ প্রিয় কবিবন্ধু। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কেন মানুষের সাধ হয় পাখিদের মত উড়ে যেতে!!

    স্বাধীনতার জন্য?
    স্বাধীনতা মানুষের আজন্ম সাধনা। আমি মাঝে মাঝে ভাবি এইসব মাঝে মাঝে। উদ্ভট ভাবনারা আমার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।