পরানের কথা ০০১
ভালো মানুষ সহজ মানুষ
বোকার সনদ পায়
ধূর্ত-কুটিল ভালো’র মাথায়
কাঁঠাল ভেঙ্গে খায়।
পরানের কথা ০০২
মূল্যবোধের মূল্যতো নাই
স্বার্থসিদ্ধিই বড়
মানবতা রুদ্ধ করে
কিসের বড়াই করো?
পরানের কথা ০০৩
প্রশ্ন শুধু ফাঁস হয়ে যায়
দাস হয়ে যায় পড়া,
সনদ জোটে বড়ো বড়ো
জ্ঞানই কেবল ধরা।
পরানের কথা ০০৪
খাদ্যে ভেজাল, কী আর করা
ঔষধে সাড়াবো
ঔষধেও যে ভেজাল ম্যালা
হাত কোথায় বাড়াবো!!
পরানের কথা ০০৫
তেলবাজেরা ভালো ছিলো
আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের
অশান্তিতে রাখবে।
পরানের কথা ০০৬
বেগ পেয়েছে জীবন অনেক
আবেগ মূল্যহারা
স্বার্থ-টানে সবাই ছোটে
সবেগ পাগলপারা ।
পরানের কথা ০০৭
যানজটে যে স্থবির নগর
ঢাকাবাসী নাকাল
প্রতিশ্রুতির তুবড়ি ছুটে
ফলটা শুধু মাকাল।
পরানের কথা ০০৮
মাঝরাতে কতো কথা
টকশোয়ের চাঙ্কে
শেষমেশ সার-অসার সবি
চলে যায় জাঙ্কে।
পরানের কথা ০০৯
ঢাকতে গিয়ে একটি মিথ্যে
দশটি মিথ্যে লাগে
সত্য কভু দেয় না ধোঁকা
সত্যে হৃদয় জাগে।
পরানের কথা ০১০
মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা
সকরুণ তার কান্না
দূষণের যে মাত্রা বাড়ে
কেউ শুনতে তা পান না।
~
পরানের ১০টি অণুকথন পড়লাম। প্রত্যেকটি তার নিজ শব্দ বৈশিষ্ট অসাধারণ।
শব্দনীড় এ অনেকদিন পর আপনার উপস্থিতি দেখলাম। বেশ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মুরুব্বী।
অনেক।ভাল পোষ্ট।
শুভ।কামনা।
অশেষ ধন্যবাদ। শুভকামনা
তেলবাজেরা ভালো ছিলো
আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের
অশান্তিতে রাখবে।
আসালামু আলাইকুম
মাননীয় কাব্য বিশারদ
যারা তেল বাজে মানে যারা তেলবাজ তারা কিভাবে ভাল ছিল, আছে আর থাকবে তা তো বুঝবার পারলাম নি। আমার বোধ হয় বুঝ কম, পারলে বুঝাইয়া দিয়েন।
ভালা থাকবেন নি, কতা দেন, ভালা থাইকেন।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি কোনো বিশারদ নই।
আপনি দয়া করে পড়েছেন; তাই কৃতজ্ঞ।
পরানের কথা মিথ্যা নয় সত্যদিয়ে গাঁথা———–
মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা
সকরুণ তার কান্না
দূষণের যে মাত্রা বাড়ে
কেউ শুনতে তা পান না।
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পরান দা——
অনেক ধন্যবাদ দাদা।
দশটি কথায় পাঁচ তারকা দিলাম।