নিজেকে মাঝেমধ্যে ভেড়া মনে হয়
গায়ের লোম চেছেপুছে কেটেছে
লাঠি কাঁধে হাওলাদার,
জন্মইস্তক মাটির দিকে চোখ রেখেই
সুবাধ্য থাকার তালিম নিয়েছি
মস্তিষ্কের অন্দরমহলে নিউরণ
কুড়ে খেয়েছে জোড়া শ্বেত কীট ;
এখন সামনের লেজ ও দু জোড়া পা
ধ্যান জ্ঞান ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড
বাকী হেঁটে চলা পথটুকুর নীলমনি গাইড।
4 thoughts on “মেষ জীবন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রতিদিনই নিত্যনতুন ভাবনা আর প্রকাশের সাথে পরিচিত হচ্ছি। ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ ও প্রিয়তে বন্ধু ফকির আবদুল মালেক। ভালো থাকুন খুব।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা প্রিয় মুরুব্বী ভাইয়া।