আপন কানা পরেতে দৃষ্টি

ভালো থাকো সব ভালো থাকো মন
বাঘ সিংহ কেহ নহে এ শুধু মিছে ভ্রম
পড়েছি সবাই বাঁধা আপনার নাগপাশে
দেখাও দুমুঠো আশা বেঁধো না কো আর ত্রাসে।

কবে আছি কবে নেই চরিত্র থেকে যাবে
সবাই আছি নিরাপদ যে যার আপন ভবে
দেখনদারিতে ফেঁসে মোরা অন্তঃসার বিহীন
অন্যমনে প্রবেশি কিন্তু দেখি না নিজেরি গহীন।

3 thoughts on “আপন কানা পরেতে দৃষ্টি

  1. ‘সবাই আছি নিরাপদ যে যার আপন ভবে
    দেখনদারিতে ফেঁসে মোরা অন্তঃসার বিহীন
    অন্যমনে প্রবেশি কিন্তু দেখি না নিজেরি গহীন।’

    ___ অতীব সত্য আলাপন প্রিয় বন্ধু। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।