বসবাস

যমদূতেদের বসবাস নায়াগ্রার নিকটবর্তী খেলনার দোকানে।
যখন জলবিদ্যুতের ঘাটতি পড়ে
আর খেলনাগুলো অকেজো হয়,
তারা বালিতে ঘড়ি আঁকে।

নির্ধারিত সময় ও পাত্র পাত্রীর
ঠিকুজি কুষ্ঠি নিয়ে পাপ-পুণ্য বিচার করে।
বিচারকালে উদোর পিন্ডি ভুদো খেয়ে নেয়।

যমরাজ রোজ মাথার মুকুটটা হেলিয়ে ভেবে দেখেন
বাঁটখারার ওজনে কতটা বাস্তবতা।
নরকের হাওয়া কে কতটা খাবে দাড়িপাল্লায় নিত্য বিচার হয়।

8 thoughts on “বসবাস

  1. যমদূতেদের বসবাস এতোদিন জানা ছিলো না। আজ জানা হলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বেশ দারুন উপমা আর পুরো কবিতা।

    ভাল থাকুন, শুভ কামনা।

    1. অনেক আনন্দ হলো আপনার মন্তব্য পেয়ে | ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন |

  3. যমরাজ রোজ মাথার মুকুটটা হেলিয়ে ভেবে দেখেন
    বাঁটখারার ওজনে কতটা বাস্তবতা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।