উপলব্ধি

অনুভূতি সবই অক্ষত ছিল
যতক্ষণ না পাঁচ ভূতে এসে কাড়াকাড়ি করে নি
অনুভূতি তেমনি ছিল
যতক্ষণ পেত্নীরা এসে তাকে গিলে ফেলে নি

দর্শকদের নিজেদের অনুভূতি নেই
পরের অনুভূতিতে হাতাহাতি সহানুভূতি
এ ত সবাই জানে এমন কি এজেন্টরাও
খালি তারা মানতে চায় না।

4 thoughts on “উপলব্ধি

    1. শুভ সকাল তোমাকেও বন্ধু | পাশে থাকার ও সতত অনুপ্রেরণা দেবার জন্য অনেক ধন্যবাদ |

মন্তব্য প্রধান বন্ধ আছে।